হঠাৎ করেই ছন্দপতন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারলেন না সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তাইতো তাদের দলও ব্যর্থ। শনিবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিব-মুশফিকের করাচি কিংস।
শনিবার শারজা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করে করাচি কিংস। করাচির হয়ে অধিনায়ক শোয়েব মালিক ৩৮ বলে ৪৫ রান করেন। এরপর জবাব দিতে নেমে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কোয়েটা।
সাকিব এদিন ব্যাট হাতে হতাশ করলেন। ১৯ বল খেলে করলেন মাত্র ১০ রান। আবার মুশফিক ৫ বলে ৬ রান করেন। এরপর বল হাতে ৪ ওভারে এক উইকেট নিয়ে খরচ করেন ৩৪ রান।
এ অবস্থায় ৬ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কোয়েটা গ্লাডিয়েটর্স। সাকিব-মুশফিকের দল আছে তৃতীয় স্থানে।
Discussion about this post