এরই নাম ক্রিকেট। গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে দলটি প্রথম পর্বের বৈতরনী পার হতে পারবে কীনা সন্দেহ ছিল, সেই দলটিই ট্রফি জিতে মাঠ ছাড়ল। আন্ডার ডগ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন যাকে বলে। সেমিফাইনালে বাংলাদেশকে হতাশ করেছিল। আর রোববার ফাইনালে ভারতকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি অনুধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জিতল ওয়েস্ট ইন্ডিজ।
অথচ বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগে এই বাংলাদেশেই লাল-সবুজদের কাছে ৩-০’তে বিধ্বস্ত হয়েছিল তারা। হতাশা দিয়ে শুরু হলেও ট্রফি নিয়ে ফিরছে ব্রায়ান লারা-ক্রিস গেইলদের উত্তরসুরীরা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের রোববার সবুজ উইকেটে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বল তুলে নেয় তারা। এরপর ক্যারিবীয় যুবাদের বোলিং আক্রমণে ভারত ৪৫.১ ওভারে মাত্র ১৪৫ রানেই অলআউট। জবাব দিতে নেমে অবশ্য বেশ বিপাকে পড়েছিল উইন্ডিজ। কারণটাও সংগত সবুজ উইকেটে বেশ লড়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে শেষ হাসি ক্যারিবিয়দেরই। ৩ বল হাতে রেখে ৫ উইকেটে ফাইনাল জিতে নেয় তারা।
এর আগে এই বাংলাদেশেই ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এবার ট্রফি নিয়ে ফিরে যাচ্ছে তারা। ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতল উইন্ডিজ।
এইতো গত ২৭ জানুয়ারি শুরু হয়েছিল যুব বিশ্বকাপ। ১৯ দিনের টুর্নামেন্ট, মোট ৪৮ ম্যাচ। ১৬ দেশের লড়াই। নিরাপত্তার অজুহাতে এই টুর্নামেন্টে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। অথচ বেশ উৎসবমুখর পরিবেশে শেষ হল বিশ্বকাপ।
ছোটদের এই বিশ্বসেরার লড়াইয়ে বাংলাদেশও গড়েছে রেকর্ড। প্রথমবারের মতো হয়েছে তৃতীয়। সব মিলিয়ে দারুণ কাটল সময়।
Discussion about this post