ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরেকটু হলে হাতটাই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিল সাকিব আল হাসানের। প্রচন্ড ব্যথা নিয়ে বৃহস্পতিবার ভর্তি হন রাজধানীর অ্যাপেলো হাসপাতালে। অস্ত্রোপচার করা হয় তার আঙুলে। এমনিতে ব্যথা নিয়েই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেন এই অলরাউন্ডার। নিউইয়র্ক কিংবা মেলবোর্নে অস্ত্রোপচার করানোর কথা ভাবছিলেন। কিন্তু ছোটখাট একটা সার্জারি করতেই হল।
না, হলে বড় বিপদ হতে পারতো। কিছুক্ষণ দেরি হলে নাকি পুরো হাত ক্ষতিগ্রস্ত হতো।
রাজধানীর একটি হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই এই দুঃসংবাদটা দিয়েছেন সাকিব। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারী করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে।’
এখানেই শেষ নয়, এই তারকা ক্রিকেটার ফেসবুক টাইমলাইনে আরো লিখেছেন, ‘আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারী করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি।’
চোটের কারণে চলমান এশিয়া কাপেই খেলতে চাননি সাকিব। ব্যথানাশক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন। কিন্তু দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে পরামর্শ করে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেন। বোর্ড প্রধান পরিকল্পনাকে গুরুত্ব দিতে গিয়ে আরো বিপাকে পড়লেন।
গত বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ছিলেন না একাদশে। বাঁহাতের আঙুল এতোটাই ফুলে যায় যে ব্যাটই ধরতে পারছিলেন না।
Discussion about this post