বৃষ্টি প্রথম প্রস্তুতি ম্যাচটা ঠিক মতো করতে দিল না। আগের দিন ভেসে গিয়েছিল। তবে শনিবার ঠিক খেলা হল। পূর্ব নির্ধারিত নিয়ম মেনে প্রতি দল ৪৫ ওভার করে ব্যাট করার সুযোগ পাচ্ছে। যেখানে বিসিবি একাদশের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে হারিয়ে ১৩৭ রান করে ইংল্যান্ড একাদশ।
শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে দারুণ বোলিং করেন সাব্বির। তুলে নেন ৩ উইকেট। তিনি ছাড়া কেউ উইকেট তুলে নিতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট করেন ৫৯ রান। মঈন আলি ২৪ ও ব্যালেন্সের ব্যাটে ২৭ রান।
২০ অক্টোবর থেকে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে লড়বে বাংলাদেশ-ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩৭/৩ (হামিদ ১৬, ডাকেট ৫৯ (অবসর), রুট ২, ব্যালান্স ২৭*, মঈন ২৪; বেয়ারস্টো ২*; এবাদত ০/২৭, সৌম্য ০/২২, জায়েদ ০/১৭, শুভাগত ০/১০, সাব্বির ৩/২৭, কামরুল রাব্বি ০/১৪, রুবেল ০/৯, মোসাদ্দেক ০/৭)।
Discussion about this post