রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেল জাভেদ মিয়াদাদ ও শহীদ আফ্রিদির মধ্যে। কথার যুদ্ধ এখন মনে হচ্ছে আদালত পর্যন্ত গড়াবে। এইতো সেদিন আফ্রিদিকে উদ্দেশ্য করে মিয়াদাদ বললেন, ‘তাকে নিয়ে আর কী বলবো, ও পাকিস্তানকে বিক্রি করেছে। ম্যাচ পাতিয়েছে!’ এখানেই শেষ নয়, আফ্রিদি বিদায়ী ম্যাচ খেলতে চাওয়ার প্রসঙ্গ নিয়েও খোঁচা দিলেন তিনি। এই কিংবদন্তি সাবেক ক্রিকেটার বলছিলেন, ‘আমি তো বলবো আফ্রিদি টাকার জন্য বিদায়ী ম্যাচ খেলার জন্য মরিয়া হয়ে উঠেছে।’
এমন সমালোচনার পর পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ব্যাটসম্যানকে আদালতের কাঠগড়াতেই দাঁড় করানোর হুমকি দিয়েছেন আফ্রিদি।
তবে কম যাননি আফ্রিদিও। তিনি বলেন, ‘অর্থের বিষয়ে মিয়াঁদাদের সমস্যা আছে। তিনি কিংবদন্তি ক্রিকেটার হলেও ইমরান খানের মতো শ্রদ্ধার পাত্র হতে পারেননি। তাকে নিয়ে হরহামেশা সমালোচনা হচ্ছে।’
এই কথারও লাগসই জবাব দিয়েছেন মিয়াঁদাদও। তিনি বলেন, ‘আমি আফ্রিদিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সাহস থাকে তো আফ্রিদি তাঁর মেয়ের মাথায় হাত রেখে বলুক যে ও ম্যাচ পাতায়নি; পাকিস্তানকে বিক্রি করেনি। তারপর আমি আমার অভিযোগ থেকে সরে যাবো।’
ঠিক এ অবস্থায় মিয়াদাদকে আদালতের কাঠগড়ায় নিতে চাইছেন আফ্রিদি। জানা গেল শিগগিরই উকিল নোটিশ পাঠানো হবে। কে জানে এই ঘটনা কোথায় গিয়ে দাড়ায়। যদিও সিনিয়ররা এমন ঘটনায় অস্বস্তিতে আছেন।
Discussion about this post