শনিবার ক্রিকেট যেন ফিরে গেল সেই আদি যুগে। যখন ব্যাট হাতে রান তোলার কোন তাড়া ছিল না। ক্রিকেটাররা দিনভর আয়েশে ব্যাট করছেন। সেই শুরুর দিনে টেস্ট ক্রিকেটকে ফিরিয়ে নেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান পিটার নেভিল ও স্টিভ ও’ক্যাফে। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে মন্থরতম জুটির বিশ্বরেকর্ড গড়েন এই দুই অজি।
১৭৮ বল মাত্র ৪ রান করেন দুজন। জন্ম দেন অনাকাংখিত এক রেকর্ডের। কমপক্ষে ১০০ বল মোকাবেলা করেছেন এমন জুটির মধ্যে এটিই মন্থরতম জুটি।
এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা ২৫৩ বলে ২৭ রান করেছিলেন। ওভারপ্রতি মাত্র ০.৬৪ গড়ে রান করেছিলেন এই দুই দক্ষিণ আফ্রিকা। ও’ক্যাফে এবং নেভিল দুই প্রোটিয়া তারকা ডি ভিলিয়ার্স-আমলার চেয়ে প্রায় ৫ গুন ধীরগতিতে রান তোলেন। তাদের ওভারপ্রতি রান তোলার গড় ০.১৩!
মজার ব্যাপার হল- ১৫৪ বলে আর কোনো রান করতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
দুজন ফিরতেই ১৬১ রানে অলআউট অজিরা। প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে আউট হয়েও ১০৬ রানের দারুণ জয় পেল শ্রীলঙ্কা। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ১৭ বছর লঙ্কানদের অজিবধ!
Discussion about this post