দেশে ফিরেই দুর্দান্ত এক সংবর্ধনা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে তাকে রীতিমতো ফুলেল অভর্থ্যনা দেয়া হয়েছে। ক্রীড়া উপমন্ত্রী কাটার মাস্টারকে জাতীয় বীর খেতাবে ভূষিত করলেন। এরপর মঙ্গলবার আইপিএল চ্যাম্পিয়ন মুস্তাফিজ আসেন বিসিবিতে। সেখানে ডাক্তাররা প্রাথমিকভাবে দেখে নিলেন আইপিএল ফেরত মুস্তাফিজের শারীরিক অবস্থা।
অবশ্য মিডিয়া অপেক্ষা করেও মুস্তাফিজের দেখা পায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘মুস্তাফিজ আইপিএল খেলে গতকাল ফিরেছে। আমরা ওকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় নিচ্ছি। রিপোর্ট পাওয়ার পর আমরা বুঝতে পারব তার ব্যাপারে কিভাবে এগোবো।’
এবারের আইপিএলের আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেওয়া মুস্তাফিজ টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও আছেন সেরা পাঁচে।
এদিকে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স চাইছে কাটার মাস্টারকে। দলটি আশা করছে, ১০ জুন কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা মুস্তাফিজকে পাবেন। এনিয়ে অবশ্য পরিস্কার কিছু জানা যায়নি।
কিন্তু মুস্তাফিজ চলে গেছেন মায়ের কাছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে নভো এয়ারের একটি বিমানে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর কাটার মাস্টারকে তার খালু আনিসুর রহমান ফুল দিয়ে স্বাগত জানান। যশোর থেকে সাতক্ষীরার খালার বাসা হয়ে তেঁতুলিয়া গ্রামে যাবেন মুস্তাফিজ। আনিসুর রহমান জানান, বিমানবন্দর থেকে মুস্তাফিজ তার খালার বাড়িতে যাবেন।
ছুটি কাটিয়ে ফের ঢাকা ফিরে আসবেন মুস্তাফিজ। সব মিলিয়ে এখন মুস্তাফিজেই মেতে আছে বাংলাদেশ।
Discussion about this post