মুস্তাফিজ মানেই কথা কম কাজ বেশি। কোনভাবেই বাকপটু নন তিনি। অল্প কথায় সব কিছু বলে দিতে চান। সোমবার তেমনই এক সংবাদ সম্মেলন করলেন কাটার মাস্টার।
মুস্তাফিজুর রহমানের সঙ্গে মিরপুরের হোম অব ক্রিকেটে সেই আলাপচারিতার কিছু অংশ হুবহু তুলে ধরা হল এখানে-
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, অনেক ভালো।
অস্ত্রোপচারের পর নিজের অবস্থা কেমন মনে হচ্ছে?
অস্ত্রোপচারের পর ডাক্তার দেখেছিল। ওখান থেকে ৬ সপ্তাহের মতো শেষ হয়েছে। যেভাবে বলছে সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকেই যাচ্ছে।
পুনর্বাসন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে?
২-১ দিনের ভেতর শুরু হবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে বায়েজীদ ভাই যুক্ত আছে।
খেলার বাইরে কেমন সময় কাটছে?
যখন জাতীয় দলে ছিলাম না, তখনতো এমন বেকার সময় কাটাতাম। এই লেভেলে আসার পর কাটানো হয়নি।
কতটুকু মিস করছেন?
জাতীয় দলে যোগ হওয়ার পর খেলার মধ্যেই ছিলাম। এখন খেলতে পারছি না। মিসতো অবশ্যই করছি। বাইরে থেকে সবাই অবশ্য খুব সাপোর্ট দিচ্ছে।
ঘরের মাঠে দুটি সিরিজে আপনি নেই, কষ্টটা কেমন?
কষ্ট আর কি! ভালো-খারাপ মিলিয়েই আছে।
টিমের বাইরে থেকে অনুশীলন দেখার অভিজ্ঞতা কেমন?
আমি ছোট মানুষতো, তাই উত্তর নেই!
নিউজিল্যান্ড সিরিজে হয়তো ফিরবেন; এটা নিয়ে কোনও রোমাঞ্চ কাজ করছে কিনা?
এই মূহুর্তে অসুস্থ; সুস্থ হওয়ার পর আশাতো থাকবেই। দেশে সফল হয়েছি, চেষ্টা করবো দেশের বাইরে খেললে সেখানেও সফল হতে।
পুনর্বাসন অনেক কষ্টকর একটি প্রক্রিয়া; আপনি মানসিক ভাবে কতটা প্রস্তুত?
পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার আছে। তাছাড়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইনজুরিতে পরে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছি। এ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে।
কোর্টনি ওয়ালশ সম্পর্কে কী ধারনা পেয়েছেন?
কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই!
Discussion about this post