দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ২২ রানে হারিয়েছে হায়দারাবাদ। তাতে মুস্তাফিজুর রহমানের দল ফাইনালের টিকিট পেতে খানিকটা এগিয়ে গেল। আর বাদ পড়ল কলকাতা নাইট রাইডার্স।
আর এ অবস্থায় চলছে মুস্তাফিজ বন্দনা। তাকে নিয়ে আগের মতোই মেতে আছেন বিশ্লেষকরা। কেন কাটার মাস্টার দৃষ্টি কাড়ছেন দেখে নিন এবার-
১. সানরাইজার্স তারকা মুস্তাফিজুর এখন ১৪০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করতে পারেন। কিন্তু একই অ্যাকশনে গতির হেরফের করতে পারেন।
২. স্লোয়ার দেওয়ার সময় শেষ মুহূর্তে শুধু কব্জির মোচড়ে বলের গতি অনেকটা কমিয়ে দেন। ফলে ধন্ধে পড়ে যান ব্যাটসম্যানরা।
৩. শেষ কয়েক ওভারের জন্য নিখঁত ইয়র্কার রয়েছে মুস্তাফিজুরের হাতে। যা সামলাতে আন্দ্রে রাসেল পিচের উপরেই ধরাশায়ী হয়েছেন। এই আইপিএলে অন্যান্য ব্যাটসম্যানরাও যথেষ্ট সমস্যায় পড়েছেন।
৪. বাংলাদেশের হয়েও যথেষ্ট সাফল্য পেয়েছিলেন মুস্তাফিজুর। কিন্তু আইপিএলে ধারাবাহিকভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভাল বল করে উইকেট তুলছেন।
৫. রবি শাস্ত্রীর পর্যন্ত ধারাভাষ্য দিতে গিয়ে স্বীকার করেছেন, নিজের বয়সের অনুপাতের বোলার হিসেবে মুস্তাফিজুর অনেক পরিণত।
৬. নিজের যা ক্ষমতা, সেই আউটসুইংকে দিনে দিনে আরও নিখুঁত করে তুলেছেন মুস্তাফিজুর।
Discussion about this post