দুই দিনে দুই অভিজ্ঞতা হল। প্রথম দিন সাফল্যের হাওয়ায় উড়লেন। আর দ্বিতীয় দিনে নেমে আসলেন বাস্তবতার জমিনে। সারের বিপক্ষে চেষ্টা করেও সেই ম্যাজিক দেখাতে পারলেন না এই বাঁহাতি পেসার। দলকে জেতাতেও পারলেন না। ৩.২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন মুস্তাফিজ। তাইতো তার দল এসেক্স ৬ উইকেটে হারল।
যদিও আগের ম্যাচে এসেক্স ঈগলসের বিপক্ষে দলকে ২৪ রানের জয়ে রাখেন বড় ভুমিকা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।
অন্যদিকে একদিন পার শুক্রবার কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে সাসেক্স। জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সারে।
বৃহস্পতিবার কাউন্টি অভিষেকেই নিজেকে উজাড় করে দেন তিনি।সাসেক্স অধিনায়ক লুক রাইট মাতলেন তার প্রশংসাং। কাটার মাস্টারকে নিয়ে বললেন, ‘ও খুবই স্পেশাল একজন বোলার। এসেই এমন পারফরম্যান্স করেছে, যা দেখতে পারা ছিল স্পেশাল কিছু। মাত্র গতকালই সে এসেছে, তারপরও এমন বোলিং করল। আমরা পেয়েছি অসাধারণ এক প্রতিভাকে।’
এখানেই শেষ নয়, আরো বলেন, ‘ওকে আগে থেকে দেখার সময় যেখানে ছিল না। মুখোমুখি না হয়ে ওর বোলিং বোঝা কঠিন।’ এবারের কাউন্টিতে আরো ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।
Discussion about this post