গ্রামের জন্য সবসময়ই তার মনটা অস্থির হয়ে থাকে। তাইতো সুযোগ পেলেই শান্ত সেই গ্রামে মায়ের কাছে ফিরে যান মুস্তাফিজুর রহমান। ঈদের ছুটিতে আবারো প্রিয় সেই সাতক্ষীরা গেলেন কাটার মাস্টার। বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরায় নিজ গ্রাম তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় যান মুস্তাফিজ।
কোরবানির ঈদ পালন করতে এবারের যাওয়া। নিজে ইনজুরি নিয়ে মাঠের বাইরে। তবে বাবা-মা, ভাই-বোনসহ বাড়ির সবার জন্য ঈদ উপহার নিতে ভুল করলেন না। ঢাকা থেকে বিমানে যান যশোর। সেখান থেকে গাড়িতে ফিরেন বাড়িতে।
জানা গেছে, ঈদের দিন নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকালে প্রিয়জনদের নিয়ে ঈদের নামাজ পড়বেন মুস্তাফিজ। এরইমধ্যে ২ লাখ টাকায় ঈদের গরু কিনে ফেলেছে দ্য ফিজের পরিবার।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ সেপ্টেম্বরের পর ঢাকায় ফিরবেন কাটার মাস্টার। এপর পুরোদমে শুরু করবেন ক্রিকেটে ফেরার লড়াই।
কাটার মাস্টার এখন মাঠের বাইরে। কাঁধের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন মুস্তাফিজ। ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার।
Discussion about this post