অক্টোবরের এই এই প্রান্তে শেষে শেষ রাতে শীতের আমেজ। বৃষ্টি এমন দিনে হয়না বললেই চলে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ঘোমড়া হয়ে আছে ঢাকার আকাশ। সকালে রাজধানীতে মুষুল ধারে বৃস্টিও হল। সবই ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাব। তাইতো ঢাকা টেস্টের আকাশেও কালো মেঘ। শুক্রবার সকাল দশটা থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হওয়ার কথা বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু বৃষ্টির শঙ্কায় এই টেস্ট।
আবহাওয়া অফিস জানাচ্ছে- শনি, রবি ও সোমবার বৃষ্টির আশঙ্কা আছে। শুক্রবার ২ থেকে ৩ মিলিমিটার, শনিবার ৪ মিলিমিটার, রোববার ২ মিলিমিটার ও সোমবার ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে নির্বিঘ্নে ঢাকা টেস্ট হবে কীনা তার শঙ্কা তো থাকছেই।
চট্টগ্রামে হেরে এই টেস্টে জয় না পেলে সিরিজটাও হেরে যাবে বাংলাদেশ। তাইতো বৃষ্টি বেশি ভাবাচ্ছে মুশফিকুর রহীমদেরই। তবে আবহাওয়ার ওপর তো আর কারো হাত নেই। তবে মিরপুরের মাঠের ড্রেনেজ সিস্টেম বেশ ভাল। বৃষ্টি শেষে আধা ঘন্টার মধ্যে মাঠ প্রস্তুত করে ফেলতে পারেন মাঠ পরিচর্যা কর্মীরা।
আবহাওয়া বিশ্লেষকরা জানাচ্ছেন শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ১১টা থেকে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি দেড় ঘণ্টার বেশি স্থায়ী নাও হতে পারে!
Discussion about this post