ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত এখন বাংলাদেশ ক্রিকেট দল। ঈদের ছুটি কাটিয়ে গত ২০ জুলাই থেকে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়া বাকীরা হাজির থাকছেন মিরপুরের শেরেবাংলায়। স্থানীয় ট্রেনারের অধীনে প্রতিদিন চলছে ফিটনেস নিয়ে কাজ।
সেখানে বেশ আনন্দ করেই সময় কাটাচ্ছেন মাশরাফি-মুশফিকরা। কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস টেস্টর পর পর্যায়ক্রমে হবে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে কাজ।
সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। প্রথমেই ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর ৯ অক্টোবর একই মাঠে হবে বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডেটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে ২০ অক্টোবর চট্টগ্রামে। ২৮ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ টেস্টটি।
যদিও গুলশান ও শোলাকিয়ায় হামলার পর নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যেই অনিশ্চয়তা তৈরির খবর শোনা যাচ্ছে। সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইংল্যান্ড।
Discussion about this post