কাউন্টি খেলতে গিয়ে হরেকরকম অভিজ্ঞতা হচ্ছে মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে সেরা তারকা। দ্বিতীয় ম্যাচে ফ্লপ। এবার তৃতীয়টিতে এসে ইনজুরির কারণে মাঠের বাইরে। রোববার রয়াল ওয়ানডে কাপের নিজের প্রথম ম্যাচে নামার কথা ছিল কাটার মাস্টারের। কিন্তু কাঁধে পুরনো চোট নতুন করে বেড়ে যাওয়ায় মাঠে নামা হয়নি তার। তাকে ছাড়াই গ্লস্টারশায়ারের বিপক্ষে একাদশ সাজায় সাসেক্স।
সাসেক্স সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে নিজেদের পেজে ফিজের একাদশের বাইরে থাকা নিয়ে একটি পোস্ট দেয়। তারা লেখে, ‘কাঁধে সামান্য চোট সমস্যা থাকায় মুস্তাফিজুর রহমান আজকের (রোববার) ওয়ানডে ম্যাচটি খেলতে পারছেন না।’
তবে সেই চোট কতটা গুরুত্বর অথবা কি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি সাসেক্স কর্তৃপক্ষ।
বিষয়টি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি সাসেক্স কর্তৃপক্ষ। তবে সাসেক্সের একটি সূত্র মতে সারের বিপক্ষে গত ম্যাচের পরপরই বিসিবিকে ফিজের চোট অনুভব করার কথা জানানো হয়! স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সারের বিপক্ষে গত ম্যাচে বোলিংয়ের সময় মাঠেই কাঁধের ব্যথাটা অনুভব করছিলেন মুস্তাফিজ। তখন সেটি সামান্য সমস্যা সৃষ্টি করলেও ম্যাচের পর ব্যথাটা বেড়ে যায়। ফিজিওকে দেখানোর পর এখন কাঁধে স্ক্যান করানোর অপেক্ষায় আছেন মুস্তাফিজ।
Discussion about this post