আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটাও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। কাধের অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠা হয়নি এখনো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই পুনর্বাসন চলছে মুস্তাফিজুর রহমানের। আরো কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
কাঁধের চোট পুনর্বাসনে থাকা ফিজকে লম্বা সময় দলে পাচ্ছে না বাংলাদেশ। তবে সুখবর শোনালেন মাশরাফি বিন মুর্তজা। টাইগার অধিনায়ক বৃহস্পতিবার বললেন, ‘দেখুন, আমাদের দলের পেস বোলাররা ভালো করছে। অবশ্য মুস্তাফিজ নেই, আশা করি ও দ্রুত ফিরবে। তখন দলের বোলিং শক্তি অনেক বাড়বে। এটাও ঠিক যারা দলে আছে তারাও পারফর্ম করছে। আশা করি এই সিরিজেও তারা ভালো করবে।’
দলের সঙ্গে বোলিং কোচ হিসেবে আছেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। এ অবস্থায় পেসারদের নিয়ে হতাশার কিছু দেখছেন না মাশরাফি। দশ মাস পর ক্রিকেটে ফিরে দল ঠিক পথে আছে বলেই মনে করেন তিনি।
এরইমধ্যে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা। সিরিজের পরের দুই ওয়ানডে ৯ ও ১২ অক্টোবর। তারপর দুই ম্যাচ টেস্ট সিরিজ।
Discussion about this post