আরো একটা মৌসুমে চ্যাম্পিয়ন হতে দল গড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা দল গড়তে খরচ করেছে সবচেয়ে বেশি অর্থ।
গত শনিবারের প্লেয়ার ড্রাফট শেষে দেখা যাচ্ছে, মাত্র দুটি দল ২ কোটি টাকার বেশি খরচ করেছে। সবচেয়ে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। খেলোয়াড় দলে টানতে তাদের মোট ব্যয় ২ কোটি ১১ লাখ টাকা।
এপ্রিলের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। এরইমধ্যে সবগুলো দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। জানা যাচ্ছে তাদের খরচের অঙ্কটাও।
দলের ১৫ জন খেলোয়াড়ের জন্য প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও আইকন ক্যাটাগরির কোনো খেলোয়াড় দলে পায়নি লিজেন্ডস অব রূপগঞ্জ। এ-প্লাস ক্যাটাগরির সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনের জন্য সবচেয়ে বেশি ২৫ লাখ টাকা করে ব্যয় হয়েছে তাদের। এ-ক্যাটাগরির জহুরুল ইসলাম ও মোশাররফ হোসেনকে দিতে হচ্ছে ২০ লাখ টাকা করে।
ক্রিকেটার কিনতে ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আবাহনী লিমিটেড। তারা মোট খরচ করেছে ২ কোটি ৫ লাখ টাকা। ১ কোটি ৯২ লাখ খরচ করে এদিক থেকে তৃতীয় অবস্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এক নজরে লিজেন্ডস অব রূপগঞ্জ-সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, আবু হায়দার রনি, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা, নাহিদুল ইসলাম, সাজেদুল হক রিপন, মুরাদ খান, শাহীন হোসেন। তারা ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে ধরে রেখেছে।
Discussion about this post