ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসল লড়াইয়ের আগে এবার অনুষ্ঠিত হচ্ছে টি-টুয়েন্টি লড়াই। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই মিশনটা অবশ্য ভাল হল না লিজেন্ডস অব রূপগঞ্জের। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেছে লিজেন্ডসরা।
বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৩০ রানে জয় তুলে নিয়েছে মোহামেডান। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান তুলে ১৪৩ রান। জবাবে নেমে ৮ উইকেটে ১১৩ রানে আটকে যায় রূপগঞ্জ। এই গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
এদিন অবশ্য ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির মুখে পড়তে হয়নি। আর টস জিতে ব্যাট করতে নেমে মোহামেডানের শুরুটা ভাল হয়নি। মোহাম্মদ শহীদ প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। আব্দুল মজিদও ফেরেন দ্রুত। আর গোল্ডেন ডাক দেখে হতাশ হয়ে ফেরেন মোহাম্মদ আশরাফুল।
৩০ রানে প্রথম চার হারায় মোহামেডান। এরপর নাদিফ ও আলাউদ্দিন সপ্তম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন। ২৩ বলে ৩০ রান করেন আলাউদ্দিন। ৩৪ বলে ৪১ রানে অপরাজিত নাদিফ। মোহাম্মদ শহীদ ৩ উইকেট শিকার করেন
জবাবে নেমে অবশ্য ছন্দে ছিলেন না রূপগঞ্জের ব্যাটসম্যানরা। অধিনায়ক নাঈম ইসলাম ও শাহরিয়ার নাফীস এবার পারলেন না। আর শেষে ব্যর্থ জাকের আলী, মুক্তার আলীরা। এরমধ্যে অধিনায়ক নাঈম করেন ২৮। ১৮ রান করেন আজমির আহমেদ।
মোহামেডানের সাকলাইন সজীব, শাহাদাত হোসেন ও নিহাদ-উজ-জামান শিকার করেন দুটি করে উইকেট। ১৬ রানে ১ উইকেট আর ৩০ রান করে ম্যাচসেরা আলাউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২০ ওভারে ১৪৩/৯ (অভিষেক ২২, মজিদ ৪, আশরাফুল ০, শুক্কুর ১, নাদিফ ৪১*, সোহাগ ২১, রকিবুল ৮, আলাউদ্দিন ৩০, নিহাদ ৭, শাহাদাত ১, সাকলাইন ৭*; শহীদ ৩/৪০, নাবিল ১/২৪, মিনহাজুর ২/২০, মুক্তার ১/২৮, আসিফ হাসান ১/৩০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২০ ওভারে ১১৩/৮(আজমির ১৮, মোহাম্মদ নাঈম ৯, শাহরিয়ার ১৫, নাঈম ২৮, আসিফ ৫, জাকের ২, মুক্তার ১০, আসিফ হাসান, শহীদ; সাকলাইন ২/১৫, আশরাফুল ০/২২ )
ফল: ৩০ রানে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: আলাউদ্দিন বাবু
Discussion about this post