খেয়ালি এক ক্রিকেটার তিনি! অমিত সম্ভাবনা তিনি পথচলা শুরু। জন্ম দক্ষিণ আফ্রিকায়। কিন্তু খেলেছেন ইংল্যান্ডের হয়ে। এখনো জাতীয় দলে খেলার কথা ছিল তার। নৈপুন্যও ছিল চোখে পড়ার মতো। কিন্তু ওই যে খেয়ালী-এ কারনে ছিটকে গেলেন জাতীয় দল থেকে।
কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ ক্রিকেটার। দ্বন্দে জড়িয়ে শেষ ক্যারিয়ার। তবে টি-টুয়েন্টি লিগগুলোতে ঝড় তুলে যাচ্ছেন কেপি।
চমক দেখাচ্ছেন হরহামেশা! ২০০৪ সালে ম্যাজিক দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা এই ব্যাটসম্যানের। এরপর ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন তিনি। ১০৪ টেস্টে ৮১৪১ রান। ১৩৬ ওয়ানডেতে ৪৪৪০ রান। ৩৭ টি-টুয়েন্টিতে তুলেছেন ১১৭৬। শৃঙ্খলাভঙ্গের জন্যই মুলত বাদ পিটারসেন।
সেই পিটারসেনের ভিডিওটি দেখুন। চোখ বেধে অন্ধ সেজেও কিভাবে নিখুঁত ব্যাট করে যাচ্ছেন। সত্যিই বিস্ময়কর কেপি। এতোটাই দক্ষ তিনি!
https://www.youtube.com/watch?v=e9bzWdtaDlg










Discussion about this post