ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। রোববার ঘোষিত ১৩ সদস্যের দলে আছেন বোলারদের আতংক ক্রিস গেইল। রয়েছেন আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন ডোয়াইন ব্রাভো । এদিকে পিঠের চোট কাটিয়ে উঠেছেন গেইল। তাইতো দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
তবে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নেই মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ এবং কাইরন পাওয়েল।
১৩ আগষ্ট ওয়েস্ট ইন্ডিজের যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর একটি প্রস্তুতি ম্যাচ শেষে ২০ শুরু ওয়ানডে সিরিজ।
২২ অগাস্ট দ্বিতীয় ওয়ানডে। ২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে দল
ডোয়েইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, কেমার রোচ, ড্যারেন সামি এবং লেন্ডল সিমন্স।
সিরিজের সূচি-
১৭ আগষ্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ আগষ্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা
২২ আগষ্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা
২৫ আগষ্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ আগষ্ট, একমাত্র টি-টুয়েন্টি, সেন্ট কিটস
৩০ আগষ্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে
৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
Discussion about this post