বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলসংখ্যা ও মালিকানা পরিবর্তনের নাটকীয়তা। কয়েক দফা পিছিয়ে যাওয়া সূচির পর অবশেষে আগামী ৩০ নভেম্বর নিলামের আয়োজন হতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো ড্রাফট নয়, নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে।
এ বছরের বিপিএলকে ঘিরে সবচেয়ে বড় চমক এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার মধ্য দিয়ে। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে নিশ্চিত হয়েছে ছয় দলের টুর্নামেন্ট, আর সেই নতুন সংযোজন হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস।
দেশ ট্রাভেলস মালিকানায় নোয়াখালীর প্রবেশটি এসেছে একেবারে অপ্রত্যাশিতভাবে। রাতের ই-মেইলে বিসিবির অনুমোদন পাওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, তারা এবার বিপিএলের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিকতার বাকি ধাপগুলো চূড়ান্ত হওয়ার কথা। সব ঠিক থাকলে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১২তম আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি।
এর আগে বিসিবি ১০টি অঞ্চলকে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কেন্দ্র হিসেবে ঘোষণা করে, যার মধ্যে প্রথমবারের মতো নোয়াখালী ও ময়মনসিংহ যুক্ত হয়। সেই তালিকায় নোয়াখালীর মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছিল বাংলা মার্ক লিমিটেড, কিন্তু প্রাথমিক যাচাইয়ে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। পরে পুনর্মূল্যায়নের পর দেশ ট্রাভেলসই শেষ পর্যন্ত টিকতে পারে।
ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কঠোর নিয়মে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি হোঁচট খেলেও দ্বিতীয় দফায় সুযোগ পেয়ে টিকে যায় কিছু দল, যার মধ্যে নোয়াখালী ছিল সবচেয়ে আলোচিত।
নতুন দল যুক্ত হওয়ার ফলে এবারের বিপিএল ছয় দলের প্রতিযোগিতা হিসেবে সাজানো হয়েছে। নিলামে অংশ নেওয়ার জন্য নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস এবং নতুন মুখ নোয়াখালী এক্সপ্রেস।
মালিকানার ক্ষেত্রেও দেখা গেছে বড় পরিবর্তন-রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী গেছে নাবিল গ্রুপের হাতে, সিলেটের দায়িত্ব নিয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস। ফ্র্যাঞ্চাইজিদের নিলামের আগে দুইজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে।










Discussion about this post