শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা। এবার বিপিএল জমবে সিলেটে। এরপর যাবে চট্টগ্রামে। দুই শহরেই ১২টি করে মোট ২৪ ম্যাচ।
সিলেটে বিপিএলের ম্যাচ শুরু ৬ জানুয়ারি সোমবার থেকে। চলবে ১৩ জানুয়ারি অব্দি।
এ অবস্থায় বিপিএলে ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। খুলনা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চিটাগাং। তাদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও অর্জন ২ পয়েন্ট।
বিপিএলে সিলেট পর্বের সময়সূচি
তারিখ ম্যাচ সময়
৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মিনিট
৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা বেলা ১-৩০ মিনিট
৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল সন্ধ্যা ৬-৩০ মিনিট
৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং সন্ধ্যা ৬-৩০ মিনিট
১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা বেলা ২টা
১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা সন্ধ্যা ৭টা
১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা বেলা ১-৩০ মিনিট
১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং বেলা ১-৩০ মিনিট
১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা সন্ধ্যা ৬-৩০ মিনিট
Discussion about this post