বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ। এবার সিলেটের মাঠে লড়াই। তার আগে ঢাকা পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে।
নিজেদের মাঠে হতাশ করেছে ঢাকা ক্যাপিটালস। তিন ম্যাচের একটিতেও জিততে না পারায় পয়েন্ট তালিকায় সবার নিচে দলটি।
রংপুর রাইডার্সের মতোই শতভাগ জয় পেয়েছে খুলনা টাইগার্স। তারা দুটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। চিটাগাং কিংস দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। ফরচুন বরিশাল ২ পয়েন্ট।
চলুন দেখে নেই কারা কোথায় দাঁড়িয়ে-
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরা. পয়েন্ট নেট রানরেট
রংপুর রাইডার্স ৩ ৩ ০ ৬ ২.০১৮
খুলনা টাইগার্স ১ ১ ০ ২ ১.৮৫০
দুর্বার রাজশাহী ২ ১ ১ ২ ০.০৫২
ফরচুন বরিশাল ২ ১ ১ ২ -০.৭৯৭
ঢাকা ক্যাপিটালস ২ ০ ২ ০ -১.৫৬৯
সিলেট স্ট্রাইকার্স ১ ০ ১ ০ -১.৭০০
চিটাগাং কিংস ১ ০ ১ ০ -১.৮৫০
Discussion about this post