ব্যাট হাতে সাব্বির রহমান রুম্মনের ব্যাটে ঝড় এরপর বোলারদের দুর্দান্ত বোলিং, তাতেই বাংলাদেশ পেল ২৩ রানের মহা মুল্যবান এক জয়। টি-টুয়েন্টিতে এই প্রথম শ্রীলঙ্কানদের হারাল টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে তুলে ১২৪ রান।
এই জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ! বুধবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলবেন মাশরাফিরা। এই ম্যাচে জিতলেই দল উঠে যাবে ফাইনালে।
লঙ্কার দিনেশ চান্দিমাল ৩৭ বলে করেন ৩৭ রান। দিলশানের ব্যাটে ১২ রান। সিয়ান জয়াসুরিয়া করেন ২৬ রান।
বাংলাদেশের পক্ষে আল-আমিন নিয়েছেন তিনটি উইকেট। সাকিব আল হাসান নেন দুটি উইকেট। একটি করে শিকার মাশরাফি, মাহমুদুল্লাহ এবং মুস্তাফিজের।
এর আগে সন্ধ্যায় কোন রান না করেই আউট দুই ওপেনার মোহাম্মদ মিথুন এবং সৌম্য সরকার। এরপর মুশফিকুর রহীম যখন বিদায় নিলেন তখন দলের রান ২৬।
তখন সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরলেন সাব্বির রহমান রুম্মন। এরপর বাকীটুকু রীতিমতো ইতিহাস। দু’জন চতুর্থ উইকেট জুটিতে জমা করলেন ৮২ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি। এটি টি-টুয়েন্টিতে চতুর্থ সেরা।
৫৪ বলে ৮০ রানের চোখ ধাধানো এক ইনিংস খেলেন সাব্বির। ১০টি চার এবং ৩টি ছয়ের মারে সাজানো ছিল সাব্বিরের ইনিংসটি। টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের চতুর্থ সর্বোচ্চ রান। তারওপরে আছেন সাকিব (৮৪) তামিম ইকবাল (৮৮×) ও নাজিমউদ্দিন (৮১)।
৩৪ বলে ৩২ রান করেন সাকিব। লঙ্কানদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন চিমারা। একটি করে উইকেট নিয়েছেন ম্যাথুজ এবং কুলাসেকারা।
Discussion about this post