চমকে ঠাসা এক দল। যেখানে নতুন চার মুখ- সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহদী হাসান মিরাজ আর কামরুল ইসলাম রাব্বি। তাদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারের মিশ্রনে ঘোষণা করা হল ইংল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মিরাজ রীতিমতো চমক হিসেবেই উঠে এলেন টেস্ট দলে। ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মিরাজের শিকার ৪১ উইকেট। গত জাতীয় লিগেই ৫ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। সঙ্গে ব্যাটও কথা বলে তার।
একইভাবে সাব্বির রহমান প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন। সঙ্গে আরেক চমকের নাম পেসার কামরুল ইসলাম রাব্বি। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও প্রথমবারের মতো আছেন টেস্ট দলে।
তাদের পাশাপাশি দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। ২০১৪ সালের নভেম্বরের পর ফের টেস্ট দলে তিনি। অলরাউন্ডার শুভাগত হোমকেও দলে ফিরিয়েছেন নির্বাচকরা।
তবে দলে নেই নাসির হোসেন, রুবেল হোসেন, জুবায়ের হোসেন, লিটন দাস এবং মোহাম্মদ শহীদ।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ অক্টোবর। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ অক্টোবর।
প্রথম টেস্টের বাংলাদেশ দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি এবং নুরুল হাসান।
Discussion about this post