এশিয়া কাপ শেষ করে একটুও বিশ্রামের সুযোগ পেল না বাংলাদেশ। তাড়াহুড়ো করে চলে যেতে হল ভারতের ধর্মশালায়। পাহাড়ে ঘেরা সেই নয়নাভিরাম শহরেই এবার বাছাই পর্বের লড়াই। হিমাচল প্রদেশের ধর্মশালাতে সেই লড়াইয়ে প্রথম ম্যাচেই বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।
ভারতের এই শহরের আবহাওয়া পুরোপুরি অন্যরকম। রীতিমতো হাড় কাপানো শীত। তাছাড়া অনেক উঁচুতে মাঠ। তাইতো নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মাশরাফিদের। সব মিলিয়ে কঠিন এক পরিবেশে খেলতে নামছেন টাইগাররা। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু এই লড়াই।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উঁচুর ধর্মশালা শহরে কিছুটা মানিয়ে নিতে মঙ্গলবার টানা তিন ঘন্টা অনুশীলন করলেন সাকিব-মাশরাফিরা। কিন্তু দুঃসংবাদ হল ইনজুরির কারনে ম্যাচটা খেলা হচ্ছেনা মুস্তাফিজুর রহমানের। এই পেসারকে মাঠের বাইরে রাখছেন টিম ম্যানেজম্যান্ট।
মঙ্গলবার অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার মিল থাকলেও ধর্মশালা সম্পূর্ণ ভিন্ন। মাঠে দৌড়ানোর সময় শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছিল আমাদের।’ তারপরও সেরাটা দিয়ে লড়বে দল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ ১১ মার্চ। ১৩ মার্চ প্রতিপক্ষ ওমান। গ্রুপের শীর্ষ দল পাবে মূল পর্বের টিকিট। এরপর প্রতিপক্ষ হিসেবে থাকছে- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
Discussion about this post