আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অন্যরকম এক সেঞ্চুরির সুযোগ বাংলাদেশের সামনে। বুধবার জিতলেই সেই ‘শতক’ পূরন হয়ে যাবে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩১৩ ম্যাচে ৯৯ জয় পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আফগানদের হারাতে পারলেই জয় তিন অংকের ম্যাজিকাল ফিগারের দেখা হয়ে যাবে।
যদিও জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি লাল-সবুজদের। ৩১৩ ম্যাচে ২১০টি ম্যাচে হারের অম্ল স্বাদ নিয়েছে টাইগাররা। ফল আসেনি ৪ ম্যাচে।
পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবার তাদের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ও। ৬৭ ম্যাচে জিম্বাবুয়ে ছিল প্রতিপক্ষ। বিপক্ষে ৩৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হার ২৮টিতে।
১৯৮৬ সালে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষ পাকিস্তান। আর সেই স্মরণীয় ম্যাচে বাংলাদেশে হেরেছিল ৭ উইকেটে। ওয়ানডেতে প্রথম জয় পেতে অবশ্য ১২ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। যদিও তখন দল খেলেছে মাত্র ১৮টি ম্যাচ । ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ২৮ ম্যাচে ১৯টিতেই হার। জয় ৭টিতে।
Discussion about this post