সব কিছু ঠিক থাকলে ২০২০ সালে বাংলাদেশ সফরে আসবে ভারত। সিরিজটি আয়োজনে এরইমধ্যে দুই দেশের বোর্ড কর্তারা সম্মতি হয়েছেন। বাংলাদেশ-ভারত সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজটি হয়েছিল ২০১৫ সালে। ২০১৪ সালেও বাংলাদেশ সফর করেছিল ভারত। ঐ সফরে শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল। যেখানে ০-২ ব্যবধানে হেরে যায় টাইগাররা।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারত ছাড়া বিশ্বের অন্যসব টেস্ট খেলুড়ে দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে এবারই ভারত সফরের সুযোগ মিলছে টাইগারদের। চলতি বছরের আগস্টে ভারত সফরের কথা থাকলেও সফরটি পিছিয়ে সেপ্টেম্বরে নেয়া হতে পারে।
ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের। যেখানে দু’দেশের দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজন সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানা গেছে।
Discussion about this post