বাংলাদেশ সফরে বেশ ভাল প্রস্তুতি নিয়েই এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে প্রস্তুতি ম্যাচ জিতে যুদ্ধ বিধ্বস্ত দেশটি জানিয়ে দিল- টাইগারদের চ্যালেঞ্জ জানাতে তৈরি তারা। বিসিবি একাদশকে ৬৬ রানে হারাল দলটি।
তবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন ঠিকই লড়লেন। তার ব্যাটের ৭৬ রান অবশ্য দলকে জেতাতে পারল না।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৮.১ ওভারে ১৬৭ রানে অলআউট বিসিবি একাদশ।
প্রথম ৫ ব্যাটসম্যানের মধ্যে কেবল লড়লেন মোসাদ্দেক। ৩৯ রানে চার উইকেট হারায় বিসিবি একাদশ। তারপর পথ দেখান তিনি। স্রোতের বিপরীতে অনেকক্ষণ লড়ে গেলেও কাজ হল না। ৭৬ রানের ইনিংসটি দিয়ে অবশ্য ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে চলে গেলেন মোসাদ্দেক।শুভাগত হোমের ব্যাটে ৩৪।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪৯.২ ওভারে ২৩৩/১০ (মঙ্গল ১০, শাহজাদ ১৭, রহমত ৮, হাশমতুল্লাহ ৬৯, স্তানিকজাই ৩১, রশিদ ৩০, নুরি ১০, আশরাফ ৩২*; নবি ৬, জানাত ৬, দৌলত ০; আলাউদ্দিন ৩/৩২, হায়দার ২/২২, শুভাশীষ ২/৪৪, মোসাদ্দেক ০/১২, সানজামুল ০/৩৭, রাব্বি ০/৩২, মেহেদি ৩/৪৮)
বিসিবি একাদশ: ৩৮.১ ওভারে ১৬৭/১০ (ইমরুল ৮, এনামুল ৫, সাব্বির ৯, মোসাদ্দেক ৭৬, লিটন ৬, মেহেদি ১৫, শুভাগত ৩৪, আলাউদ্দিন ০, আল আমিন ৫, হায়দার ০, সানজামুল ০*; ফরিদ ২/১৯, জানাত ১/২৮, আশরাফ ০/৪, নবি ৪/২৪, হামজা ০/৪৩, রশিদ ২/২৫, রহমত ০/২১)
ফল: ৬৬ রানে জয়ী আফগানিস্তান।
Discussion about this post