চার তরুন ক্রিকেটার ডলার মাহমুদ, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ আর শামসুর রহমান শুভ। বেশ কিছুদিন ধরেই একসঙ্গে ক্রিকেট খেলছেন তারা। এবার একসঙ্গে হোটেল ব্যবসাতেও নামলেন। মিরপুরের হোম অব ক্রিকেটের পাশে খুললেন ভোজন রসিকদের জন্য রেস্টুরেন্ট। নাম-কাবাব হাট। অবশ্য এখানে সব কিছুই মিলবে।
শামসুর রহমান শুভ জানালেন, ‘বেশ কয়েক বছর ধরে আমাদের একটা পরিকল্পনা ছিল, যে আমরা একটা রেস্টুরেন্ট দিব। তার চেয়ে বড় কথা, আমরা চেয়েছি যাই করবো একসাথে করবো। অবশেষে আমরা আমরা একটা রেস্টুরেন্ট দিয়েছি।’
গত বুধবার মাশরাফি-সাকিবরা হাজির থেকে সেই রেস্টুরেন্টের উদ্বোধনটাও করেছেন। সবাই শুভ কামনা জানিয়েছেন এই চার ক্রিকেটারকে।
অবশ্য ক্রিকেটারদের এভাবে রেস্টুরেন্ট ব্যবসায় জড়ানোটা নতুন নয়। বাসাবোতে সাবেক অধিনায়ক আশরাফুল বন্ধুদের নিয়ে দিয়েছেন সিচুয়ান চায়নিজ অ্যান্ড ফাস্ট ফুড নামের একটি রেস্টুরেন্ট। বনানীতে সাকিব আল হাসান করেছেন রেস্টুরেন্ট। যার নাম-সাকিব’স। চট্টগ্রামে রয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের রেস্টুরেন্ট।
Discussion about this post