বাঙালির চিরায়ত এক উৎসব-নববর্ষ। বঙ্গাব্দ ১৪২৩-কে বরণ করে নিচ্ছে গোটা জাতি। চলছে নানা উৎসব আয়োজন। গ্রাম থেকে শহর সব খানেই রঙের ছোঁয়া। ঠিক এমন সময়ে ঢাকের বাদ্যের তালে তালে যেন জেগে উঠেছে শহর, বন্দর গ্রাম। সেই আয়োজনে একাত্ম হলেন দেশসেরা ক্রিকেটাররাও। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহীম।
তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এখন আছেন ভারতে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিল খেলতে গেলেও বৈশাখের এই নতুনের আবাহন থেকে নিজেকে দুরে রাখতে পারেন নি! ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বৃহস্পতিবার তিনি লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।’
একটি ভিডিও পোষ্ট করলেন সাকিব। যাতে তিনি বলেছেন, ‘বন্ধুরা আমি সাকিব আল হাসান, পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আশা করি আগামী বছরটি সবার জন্য আনন্দময় হবে। শুভ নববর্ষ!’
বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানালেন মারকুটে ওপেনার তামিম ইকবালও। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা ।
শুভ নববর্ষ ১৪২৩ ।’
ফেসবুকে মুশফিক তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘নতুন দিনে দোয়া করি যেন আগামী বছর আল্লাহ্ আমাদের সবাইকে সুস্থ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রাখেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! শুরু হোক নতুন পথচলা!’
Discussion about this post