এ যেন তীরে এসে তরী ডুবল। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেটা ধরে রাখা হল না। আর শেষ বাশি বাজার তিন সেকেন্ড আগে সব শেষ! সেই গোলেই ম্যাচ হার। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার ফাইনালে ৫-৪ গোলে জিতে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকির চ্যাম্পিয়ন হল ভারত।
অথচ এই ভারতকে গ্রুপ পর্বের লড়াইয়ে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। এবার নিয়ে মোট দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
ছুটির দিনে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না। ভাল খেলেও হাসি মুখে মাঠ ছাড়া হল না লাল-সবুজ হকি খেলোয়া্ড়দের। তবে পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন তারা। দুঃসময়ে নতুন স্বপ্ন দেখিয়েছেন।
এর আগে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় মিশন শুরু হয়ে বাংলাদেশের। তারপর ওমানকে ১০-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠে তারা। সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মিলে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালের টিকিট। তাইতো রানার্স আপ হওয়াতেও অনেক তৃপ্তি থাকছে।
Discussion about this post