ক্যারিয়ারের নতুন বাঁকে দাঁড়িয়ে তিনি। এইতো কিছুদিন আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে। এখন প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। ঠিক তখনই মোহাম্মদ আশরাফুলের মন ভাঙ্গল। অনাকাংখিত এক ঘটনা চুপসে দিল এই ক্রিকেটারকে।
না ফেরার দেশে পাড়ি জমালেন আশরাফুলের বাবা আবদুল মতিন। সোমবার রাত একটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সংবাদ মাধ্যমকে খবরটি জানিয়েছেন সাবেক এই অধিনায়ক নিজেই।
এমনিতে শরীর খুব একটা ভাল যাচ্ছিল না অ্যাশের বাবার। ২০০৬ সালে বাবার হার্ট অপারেশন হয়। গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার সন্ধ্যায় আশরাফুলের বাবার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তারপর শক দেওয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। কিন্তু রাত ১টার দিকে সব শেশ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুলের ক্রিকেটার হওয়ার পেছনে তার বাবার অবদান স্মরণ করার মতো। এমন কী নিষিদ্ধ থাকার সময় পাশে ছিলেন বাবা। স্বপ্ন দেখিয়েছেন ছেলেকে। কিন্তু ছেলের ফেরা দেখে যেতে পারলেন না!
Discussion about this post