আশরাফুল ভক্তদের জন্য সুখবর। নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে এই তারকা ক্রিকেটারের। চলতি বছরের ১৩ আগস্ট ফের ক্রিকেটে ফেরার টিকিট পাবেন তিনি। আর সবকিছু ঠিক থাকলে সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ফিরবেন তিনি। চলতি বছরের নভেম্বরে মাঠে গড়াচ্ছে চতুর্থ আসর। এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরতে পারেন মোহাম্মদ আশরাফুল!
এইতো ২০১৩ সালে বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে ৮ বছরের জন্য জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আশরাফুল। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও হয়েছিল তার।
আশরাফুল নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। তারই পরিপ্রেক্ষিতে সেই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে অ্যাশের। ৮ বছরের জায়গায় ৫ বছর করা হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। কিন্তু সেটি শেষ পর্যন্ত আরো কমে দাড়ায় তিন বছরে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১৩ আগস্ট। এরপর ফেরার পথে কোন বাধা থাকবে না ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
এর আগে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে খেলেছিলেন তিনি।
ক্যারিয়ারে মোট টেষ্ট খেলেছেন ৬১টি। করেছেন ২৭৩৭ রান। অন্যদিকে ১৭৭টি একদিনের ম্যাচ খেলে তার রান ৩৪৬৮। খেলেছেন ২৩টি-টুয়েন্টি। যেখানে তার রান ৪৫০।
Discussion about this post