ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন শহীদ আফ্রিদি। নিজের নামে গড়া ফাউেন্ডশনের মাধ্যমে কাজ করছিলেন তিনি। যা এখনও চলমান। এরমধ্যেই কয়েকদিন আগে ভক্তদের এ তারকা দেন দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি তিনি তাই সবার কাছে দোয়া চেয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বুধবার জানা গেল পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ভালো আছেন। খবরটি নিশ্চিত করেন আফ্রিদির ভাই।
এর আগে গত শনিবার টুইট করে আফ্রিদি জানান তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে আফ্রিদির সুস্থতা কামনা করছেন ক্রিকেটাররা। বুধবার আফ্রিদির ভাই তারিক আফ্রিদি বলেন, ‘এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন ছাড়া শহীদ আফ্রিদি আর কিছুই চায় না। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে খাবার ও সুরক্ষার সামগ্রী পৌঁছে দিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে। তিনি নিজের জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে এ কাজ করছে এবং কোভিড-১৯ ভাইরাসে এখান থেকেই সংক্রমিত হয়েছে।’
আফ্রিদির উপদেষ্টা সায়মা খান জানালেন, ‘দেখুন, সুখবর হলো তিনি প্রতিদিন একটু একটু করে ভালো অনুভব করছেন। গরীব মানুষের জন্য তিনি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলেন। রোজার মাসে প্রায় কোনো বিশ্রাম ছাড়াই সাহায্য নিয়ে দৌড়েছেন। সামনে থেকে এভাবে সাহায্য করলে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।’ এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন ছাড়া শহীদ আফ্রিদি আর কিছুই চায় না। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে খাবার ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে।’
করোনা থেকে পুরোপুরি মুক্ত হতে ফের সবার কাছে দোয়া চেয়েছেন শহীদ আফ্রিদি।
Discussion about this post