ফের ব্যস্ত হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে মাতবে টাইগাররা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী বুধবার বিকেলে ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ভারত থেকে জেট এয়ারওয়েজের ফ্লাইটে বেলা ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে দেশটির ক্রিকেটাররা।
আগামী শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের সফর। বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতে প্রস্তুতি ক্যাম্প করেছে দলটি।
২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবারাত্রির ম্যাচগুলো দুপুর আড়াইটায় শুরু হবে। প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।
এরপরই ৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।









Discussion about this post