এইতো কিছুদিন আগেই তিনি নাম লিখিয়েছেন ভারতীয় ক্লাব অ্যাতলেটিকো কলকাতায়। সেই আনন্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই আবারো বাংলাদেশকে উৎসবের উপলক্ষ্য এনে দিলেন মামুনুল ইসলাম। তার দেওয়া গোলেই আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলে শুভসুচনা করল বাংলাদেশ।
সোমবার ইনচনের মুনহাক স্টেডিয়ামে গোলের জন্য অবশ্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অবশ্য আফগানিস্তান শক্তিশালী এক দল। ৮৩তম মিনিটে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন অধিনায়ক মামুনুল।
১৯৮৬ সালের পর ফের এশিয়ান গেমস ফুটবলে জয় এলো। ২৮টি বছর আগে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এশিয়ান গেমস ফুটবলে শেষবারের মতো জিতেছিল বাংলাদেশ। সেই বার নেপালকে সিউল অলিম্পিক গেমসে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
এ অবস্থায় ‘বি’ গ্রুপের ম্যাচে ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দল উঠে যাবে কোয়ার্টারফাইনালে।
Discussion about this post