মাথার ওপর চাকিংয়ের খড়গ! এইতো কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চাকিংয়ের সন্দেহে আইসিসির তালিকায় উঠে এসেছে তার নাম। আইসিসির নিয়ম অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তার মধ্যেই খেলা চালিয়ে যেতে কোনো অসুবিধা নেই। ঠিক এই অবস্থায় বল হাতে ঝড় তুললেন জিম্বাবুয়ে অফস্পিনার প্রসপার উতসেয়া।
শুক্রবার হারারাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করলেন উতসেয়া। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। হ্যাটট্রিকসহ ৩৬ রানে ৫ উইকেট নিলেন। ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং এটি।
জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিকটি করেছেন এডো ব্রান্ডেজ। ১৯৯৭ সালের ৩ জানুয়ারি এই হারারেতেই হ্যাটট্রিকসহ ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ইংল্যান্ড।
১৭ বছর পর একই মাঠে একই কীর্তি উতসেয়ার। ম্যাচের ২৭তম ওভারে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে টানা আউট করেন তিন প্রোটিয়া ব্যাটসম্যান কুইনটন ডি কক, রিলে রোসুভ ও ডেভিড মিলারকে।
ওয়ানডেতে হ্যাটট্রিক করা জিম্বাবুয়ের প্রথম স্পিনার উতসেয়া।
তারপরও ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। ৬১ রানে জিতে দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post