শেন জারগেনসেনের উত্তরসুরী খুঁজে নিতে কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনেই ভারতের বিপক্ষে সিরিজ। তার আগে স্থায়ী কোচ পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তাইতো ভারতের বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশেরই কেউ অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। সব কিছু ঠিক থাকলে এই পদে তখন দেখা যেতে পারে সারোয়ার ইমরানকে।
যদিও বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, ‘হেড কোচ নির্বাচন করার কাজ ৭৫ ভাগ শেষ। খুব শিগগিরই একজনকে ঠিক করতে পারব আমরা।’
বাংলাদেশের ক্রিকেট কোচ হওয়ার তালিকায় আছেন শ্রীলঙ্কান সাবেক টেস্ট ক্রিকেটার ও বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভারপ্রাপ্ত প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহে। আছেন সাবেক অজি ক্রিকেটার মাইকেল বেভানও। জানা গেল সার্বিক পরিস্থিতি বিবেচনায় এগিয়ে হাতুরাসিংহে। সব কিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে নতুন কোচ কাজ শুরু করবেন।
বাংলাদেশের বিদেশি কোচরা
কোচ দেশ দায়িত্বকাল
মুদাসসর নজর পাকিস্তান
মহিন্দর অমরনাথ ভারত
গর্ডন গ্রিনিজ উইন্ডিজ ১৯৯৭-’৯৯
এডি বারলো ইংল্যান্ড ১৯৯৯-২০০০
ট্রেভর চ্যাপেল অস্ট্রেলিয়া ২০০১-’০২
মহসিন কামাল পাকিস্তান ২০০২-’০৩
ডেভ হোয়াটমোর অস্ট্রেলিয়া ২০০৩-’০৭
শন উইলিয়ামস অস্ট্রেলিয়া ২০০৭
জেমি সিডন্স অস্ট্রেলিয়া ২০০৭-’১১
স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়া ২০১১-’১২
রিচার্ড পাইবাস ইংল্যান্ড ২০১২
শেন জারগেনসেন অস্ট্রেলিয়া ২০১২-’১৪
Discussion about this post