ইমরুল কায়েস ১৯০ এর ঘরে পৌছাতেই পরিসংখ্যান নিয়ে খোঁজখবর শুরু হয়ে গেল।
-প্রথম বাংলাদেশি নাকি দ্বিতীয়?
মিরপুরে এই মাঠে সেঞ্চুরি আছে অনেক বাংলাদেশির। কিন্তু এই মাঠে এর আগে কি বাংলাদেশের কারো ডাবল সেঞ্চুরি আছে?
পরিসংখ্যান জানাচ্ছে-না নেই। মিরপুরের মাঠে ডাবল সেঞ্চুরি হাঁকানো প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড বইয়ে এখন ইমরুল কায়েসের নাম।
আর তার ২০৪ রান এবং মিথুন আলীর হার না সেঞ্চুরির সুবাদে এখন বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে জয়ের স্বপ্ন দেখছে প্রাইম ব্যাঙ্ক দক্ষিনাঞ্চল। রোববার তৃতীয়দিন শেষে দক্ষিনাঞ্চল ৩ উইকেট হারিয়ে তুলেছে ৪১০ রান। ম্যাচে তারা এগিয়ে এখন ৪৪৬ রানে।
ফাইনালের প্রথম দুদিনে দাপট দেখিয়েছিলেন বোলাররা। তৃতীয়দিন এসে হিসেব বদলে দিলেন ব্যাটসম্যানরা। ২৬৬ বলে ২০ বাউন্ডারি ও ৯টি ছক্কায় সাজানো ইমরুল কায়েসের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি প্রাইম ব্যাঙ্ক দক্ষিণাঞ্চলকে ফাইনালে নিরাপদ অবস্থানে পৌছে দিয়েছে। ইমরুল ও মিথুন আলী তৃতীয় উইকেট জুটিতে ২৫৪ রান যোগ করেন। প্রথম ইনিংসে ৮ উইকেট পাওয়া বিসিবি উত্তরাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ২৭ ওভার বল করে পান মাত্র ১ উইকেট।
প্রথম ইনিংসে প্রাইম ব্যাঙ্ক দক্ষিনাঞ্চলের ব্যাটসম্যান তড়িঘড়ি করে ব্যাট চালিয়ে যে ভুল করেছিলেন সেটা শুধরে ফেললেন দ্বিতীয় ইনিংসে এসে। তৃতীয়দিন শেষে লিড ৪৪৬ রানে দাড়িয়েছে। এখনো ম্যাচের দুদিন বাকি। আজ রানের খাতায় আরও কিছু যোগ করে বিসিবি উত্তরাঞ্চলকে ব্যাটিংয়ে চ্যালেঞ্জ জানাবেন আব্দুর রাজ্জাক।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ২৭১/১০ ও দ্বিতীয় ইনিংসে ৪১০/৩ (ইমরুল ২০৪, মিথুন আলী ১১১*)।বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ২৩৫/১০ (মাইশুকুর ৪২, জুনায়েদ ২৫, ফরহাদ হোসেন ৩২, নাসির ৭০, তাইজুল ২৯; আল-আমিন ৪/৩৫, সোহাগ গাজী ২/৬৮, রাজ্জাক ২/৬৭, শুভগত ২/২১)।
Discussion about this post