ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুন্যই জাতীয় দলে খেলার পথ করে দেয়। এভাবেই ক্রিকেটাররা উঠে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেই সুত্র জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দরজায় কড়া নাড়ছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুক্রবার ঘুর্নি বলের জাদুতে মুগ্ধ করছেন তিনি।
বাঁহাতি এ স্পিনার এবার করলেন প্রথম শ্রেনীর ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং। তাতেই বিসিএলে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করল বিসিবি উত্তরাঞ্চল।
তারই পথ বেয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন তাইজুলও। জাতীয় দলে খেলার অনেক কাংখিত স্বপ্ন। প্রথম দিন শেষে যেমনটা বললেন ২২ বছর বয়সী এই বোলার, ‘দেখুন যখনই মাঠে নামি ভালো খেলার ব্যাপারটা মাথায় থাকে। আর জাতীয় দলে খেলার স্বপ্ন তো প্রতিটি ক্রিকেটারের রয়েছে। যেদিন খেলাটাকে বুঝতে শিখেছি-সেদিন থেকেই স্বপ্ন-একদিন জাতীয় দলের হয়ে খেলবো।’
এবারের বিসিএলে ৬ ইনিংসে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে জাতীয় ক্রিকেট লিগেও যোগ্যতার পরিধিটা দেখিয়েছেন তিনি। সব মিলিয়ে এ মৌসুমে ১১ ম্যাচে নিয়েছেন ৫৩ উইকেট নিয়েছেন তাইজুল।
জানালেন সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখেই এগিয়ে যেতে চান। এরপর গায়ে তুলতে চান জাতীয় দলের জার্সি। স্বপ্নপুরনের কাছাকাছি চলে গেছেন তাইজুল!
Discussion about this post