শেষপর্যন্ত পদে থাকা হল না এন শ্রীনিবাসনের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থেকে সরিয়ে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট। কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আইপিএল সম্পর্কিত সব দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। সভাপতির অন্য দায়িত্বগুলো পালন করবেন বিসিসিআইয়ের ৫ সহ-সভাপতির একজন শিবলাল যাদব।
নতুন দ্বায়িত্ব পালনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে ধারাভাষ্যকারের চুক্তি আপাত বাদ দিতে হচ্ছে গাভাস্কারকে। এজন্য তাকে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে।
তবে আদালত স্পট ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তাদের দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়ালসকে নিষিদ্ধ করার প্রস্তাব থেকে সরে দাড়াল শুক্রবার।
Discussion about this post