বাংলাদেশকে হারিয়ে রীতিমতো আকাশে উড়ছিল আফগানিস্তান। বুধবার তাদের মাটিতে নামিয়ে আনল ভারত। জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শেষ করল বিরাট কোহলির দল। তবে ৮ উইকেটের সহজ জয় তুলে নিলেও এবারো ফাইনালে খেলা হল না ভারতের। আক্ষেপ নিয়ে বিদায় হল ৫ বারের এশিয়া কাপ জয়ীদের।
মিরপুর বুধবার দিবা-রাত্রির ম্যাচে জিতে আফগানদের ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। আর খেলতে নেমে ৪৫.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৩২.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা আফগানিস্তানের পয়েন্ট ৪।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১৫৯/১০ (নুর আলী ৩১, শেহজাদ ২২, সামিউল্লাহ ৫০; জাদেজা ৪/৩০, অশ্বিন ৩/৩১, সামি ২/৫০)
ভারত: ৩২.২ ওভারে ১৬০/২ (রাহানে ৫৬, ধাওয়ান ৬০, রোহিত ১৮*, কার্তিক ২১*; আশরাফ ১/২৬)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবিন্দু জাদেজা
Discussion about this post