দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দাপুটে জয়ে যুব এশিয়া কাপে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
১৩১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ব্যাটিং। দলীয় ২৮ রানে রিফাত বেগ ক্যাচ দিয়ে ফিরলেও পরের বলেই অধিনায়ক আজিজুল হাকিম তামিম রান আউটে কাটা পড়েন। দুই দ্রুত উইকেটে কিছুটা চাপ তৈরি হলেও জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকির দৃঢ় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তাদের ৯২ রানের জুটিতে জয় নিশ্চিত হয়। কালাম সিদ্দিকি করেন ৩৪ রান, আর আবরার অপরাজিত থাকেন ৭০ রানে।
এর আগে ব্যাট হাতে নেপালের ওপেনাররা ৪০ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দিলেও এরপরই ধস নামে। মোহাম্মদ সবুজের কার্যকর বোলিংয়ে মাত্র ৪৪ রানের মধ্যেই ৬ উইকেট হারায় নেপাল। শেষ দিকে আশিস লুহার ও অভিষেক তিওয়ারির ৩৮ রানের জুটিতে ভর করে কোনোমতে ১৩০ রানে পৌঁছায় তারা। নেপালের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সবুজ ৭ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক তামিম নেন ২টি করে উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের বড় সংগ্রহের সম্ভাবনা আগেই নষ্ট করে দেয় টাইগার যুবারা।
এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান হারলেই নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল।










Discussion about this post