শেষ দিকে হঠাৎ ব্যাটিং ধস নামলেও জয় হাতছাড়া হতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনারের দুর্দান্ত জুটির ওপর ভর করে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা।
আজ শনিবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে তারা ৭ উইকেটে সংগ্রহ করে ২৮৩ রান। ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ভর করে লড়াকু এই পুঁজি পায় আফগান যুবারা।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ২৬.৪ ওভারে ১৫১ রানের জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন। রিফাত ৬২ রান করে আউট হলেও অন্য প্রান্তে দৃঢ় ছিলেন আবরার। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৯৬ রানে থামেন এই ব্যাটার।
মাঝে কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দায়িত্বশীল ব্যাটিং করে ইনিংস এগিয়ে নেন। কালাম করেন ২৯ রান এবং তামিমের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ২৩৬ রানে কালামের বিদায়ের পর হঠাৎ করেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়।
তবে শেষদিকে রিজান হোসেন ঠাণ্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সংযত ইনিংসেই ৪৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, হাতে থাকে ৭ বল।
এর আগে আফগানিস্তানের হয়ে শুরুতে দ্রুত উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে বড় সংগ্রহে পৌঁছান ফয়সাল সিনোজাদা। ৯৪ বলে তার ১০৩ রান ছিল ইনিংসের মূল ভরসা। বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে এটি ছিল তার তৃতীয় শতক। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজি করেন ৪৪ রান এবং শেষদিকে আব্দুল আজিজের ঝোড়ো ২৬ রানে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান।
বাংলাদেশের বোলিংয়ে ইকবাল হাসান ইমন ও শাহরিয়ার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে টানা তৃতীয় শিরোপা ধরে রাখার মিশনে পা রাখলো বাংলাদেশ।










Discussion about this post