বিপিএলের নতুন মৌসুম শুরু হতে এখনও দেড় মাস বাকি। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই গরম হয়ে উঠছে ক্রিকেট অঙ্গন। প্লেয়ার্স ড্রাফটের আগেই চমক দেখিয়ে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।
গত মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে ছিল তাসকিনের উজ্জ্বল উপস্থিতি। মাত্র ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে ছিলেন বিপিএলের অন্যতম সেরা পেসার। তার বিধ্বংসী স্পেলে রাজশাহী কয়েকটি ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলেছিল, যদিও শেষ পর্যন্ত দলটি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ৭ দলের মধ্যে তারা শেষ করেছিল পঞ্চম স্থানে। মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কেই বেশি আলোচিত ছিল রাজশাহী।
ঠিক সেই জায়গা থেকেই হয়তো নতুন সূচনার খোঁজে আছেন তাসকিন। শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস ড্রাফটের আগেই তাঁকে সরাসরি চুক্তিতে দলে টেনে নিয়েছে। ঢাকার এই পদক্ষেপ যেন আগাম ইঙ্গিত-তারা এবার শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও তারকায় ভরা একটি দল গঠন করতে চায়।
বিপিএলের ২০২৫ আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর, অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বিসিবি ইতিমধ্যে দলগুলোর নাম চূড়ান্ত করেছে এবং জানিয়েছে, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও এই নামগুলো অপরিবর্তিত থাকবে।
ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে, তবে তার আগেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। সিলেট টাইটান্স ইতিমধ্যে জাতীয় দলের দুই তারকা স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সও পিছিয়ে নেই; তারা এগিয়ে রেখেছে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে আলোচনা।










Discussion about this post