এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে নিজের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় রচনা করেছেন তানজিদ হাসান তামিম। ৩১ বলে ৫২ রানের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতানোর পাশাপাশি আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পেয়েছেন বড় পুরস্কার। চার ধাপ এগিয়ে তিনি এখন ৩৫তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান।
তানজিদের মতোই উন্নতি করেছেন জাকের আলি অনিক। এবারের আসরে প্রতিটি ম্যাচেই অপরাজিত থেকে তিনি করেছেন ০*, ৪১* ও ১২* রান। এ পারফরম্যান্সে তিনি তিন ধাপ এগিয়ে উঠেছেন ৫৭তম স্থানে।
তবে সবার ভাগ্যে এমন অগ্রগতি আসেনি। অধিনায়ক লিটন দাস এক ধাপ নেমে গেছেন ৪২তম স্থানে। ব্যর্থতার কারণে পারভেজ হোসেন ইমন পিছিয়েছেন আট ধাপ, অবস্থান এখন ৭৫তম। তাওহিদ হৃদয় রয়ে গেছেন অপরিবর্তিতভাবে ৪৮তম স্থানে।
বোলারদের মধ্যে সুখবর এনে দিয়েছেন তানজিম হাসান। এশিয়া কাপে তিন উইকেট তুলে নিয়ে তিনি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ, অবস্থান এখন ৪২তম। তবে অভিজ্ঞদের অবস্থা উল্টো। মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন চার ধাপ, বর্তমানে ১৫তম স্থানে। শেখ মেহেদি দুই ধাপ নেমে যৌথভাবে ২০তম, আর তাসকিন আহমেদ পাঁচ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমে গেছেন।
অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মেহেদি হাসান, ভারতের ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যৌথভাবে আছেন ৩৯তম স্থানে।
Discussion about this post