একটা দলের যাত্রা শুরু হয়েছিল শ্রীলঙ্কায় ড্র দিয়ে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে নিয়ে ফিরে আসা-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যেন জয়যাত্রার রথে চেপে বসেছে। এবার তাদের গন্তব্য ইংল্যান্ড।
তরুণ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে ধারাবাহিক রান করছেন, সঙ্গে তাঁর খণ্ডকালীন স্পিনও কাজে লাগছে দলের প্রয়োজনে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী জাওয়াদ আবরার আর কালাম সিদ্দিকীও দারুণ ফর্মে আছেন। এ কারণেই দল ঘোষণায় নতুন কোনো চমক রাখেনি বিসিবি-পুরোপুরি ভরসা রেখেছে পরীক্ষিত মুখের ওপর।
রিজান হোসেনের কথা আলাদাভাবে না বললেই নয়। জিম্বাবুয়ের ফাইনালে ৯৫ রানের সঙ্গে ৫ উইকেট নিয়ে একাই বদলে দিয়েছিলেন ম্যাচের রঙ। এবারও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। সঙ্গী হিসেবে থাকবেন সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকার দেবা।
বোলিং আক্রমণে আছেন লেগস্পিনার স্বাধীন ইসলাম এবং পেসার আল ফাহাদ, সানজিদ মজুমদার ও সাদ ইসলাম রাজিন। বিশেষ করে আল ফাহাদ জিম্বাবুয়ে সিরিজে ১৪ উইকেট নিয়ে হয়ে উঠেছিলেন দলের প্রধান ভরসা।
ইংল্যান্ডের মাটিতে লাফবোরোতে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ৫ সেপ্টেম্বর। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ দুই দিন পর। এরপর ব্রিস্টল ও বেকেনহামে হবে শেষ তিন ওয়ানডে।
ইংল্যান্ডের কন্ডিশন সব সময়ই ভিন্ন। সবুজ উইকেট, বাউন্সি বল আর সুইং-এসব সামলাতে হবে তরুণদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ভর করে প্রত্যাশা, যুব টাইগাররা ইংল্যান্ড সফরেও সাফল্যের ধারা ধরে রাখবে।
ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান ও মোহাম্মদ সবুজ।
সফর সূচি-
প্রথম ওয়ানডে: ৫ সেপ্টেম্বর, লাফবোরো
দ্বিতীয় ওয়ানডে: ৭ সেপ্টেম্বর, লাফবোরো
তৃতীয় ওয়ানডে: ১০ সেপ্টেম্বর, ব্রিস্টল
চতুর্থ ওয়ানডে: ১২ সেপ্টেম্বর, বেকেনহাম
পঞ্চম ওয়ানডে: ১৪ সেপ্টেম্বর, বেকেনহাম
Discussion about this post