চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা ‘এ’ দল ও শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে এই ম্যাচগুলো খেলবে নিগার সুলতানারা। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিশ্বকাপে অংশ নেওয়া আট দলের মধ্যে সাত দলই খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। ব্যতিক্রম শুধু শক্তিশালী অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ, কলম্বোতে। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে ম্যাচ, একই ভেন্যুতে।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০২২-২৫ মেয়াদের নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত-সরাসরি জায়গা পেয়েছে মূল পর্বে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে এই মর্যাদার আসরে।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এইবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। যদিও ভারত মূল আয়োজক দেশ, তবে রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
লিগ পর্বে হবে মোট ২৮টি ম্যাচ, প্রতিটি দল খেলবে একে অন্যের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
ভারত বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান – কলম্বো
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’ – কলম্বো
২৭ সেপ্টেম্বর
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
ভারত বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – কলম্বো
২৮ সেপ্টেম্বর
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’ – ব্যাঙ্গালুরু
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’ – কলম্বো
Discussion about this post