প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজ হার এড়াতে বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির সামনে এখন একটাই লক্ষ্য—সিরিজে সমতা ফেরানো। তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেই প্রধান কোচ ফিল সিমন্স থাকছেন না দলের সঙ্গে।
শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে আজ কলম্বো থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন সিমন্স। পূর্বনির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতেই তার এই সফর। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ফেব্রুয়ারিতে নির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল সিমন্সের, কিন্তু সে সময় যাওয়া সম্ভব হয়নি। এবারের অ্যাপয়েন্টমেন্টটি খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি দুই দিনের ছুটি নিয়েছেন।’
সিমন্সের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পড়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওপর। তাকে সহায়তা করবেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে স্পিন কোচ মুশতাক আহমেদ এখনও দলের সঙ্গে নেই, তিনি আগেই ব্যক্তিগত কারণে পাকিস্তানে ফিরে গেছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে, ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে আবার যোগ দেবেন সিমন্স। ওই ম্যাচ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল এখন চাপে থাকলেও, কোচহীন অবস্থাতেও ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজরা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই একমাত্র পথ।
Discussion about this post