বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন মুখ-জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে এক পুরোনো নাম-সাকিব আল হাসান। বিশ্বজুড়ে খ্যাত এই অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে দেখা যাবে কি না, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
মিরপুরে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গ উঠতেই প্রশ্ন আসে—সরকারের ইচ্ছায় বা বোর্ড সভাপতির চেষ্টায় কি সাকিবকে আবার দলে ফেরানো সম্ভব?
সেই প্রশ্নের উত্তরে আমিনুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সেটাই অনুসরণ করা হবে।’
আমিনুল আরও যোগ করেন, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা চাইব সে ফিট থাকুক এবং ভালো ক্রিকেট খেলুক।’ বিসিবির নির্বাচক প্যানেলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কে খেলবেন, কে নয়। বুলবুলের এই অবস্থান একটি শক্তিশালী বার্তা-বোর্ডের দায়িত্বশীলতা ও নিয়মতান্ত্রিকতার প্রতিচ্ছবি।
নতুন বোর্ড সভাপতি হিসেবে বুলবুল এখনো নিজেকে অস্থায়ী ভাবছেন, ‘আমি এখানে স্থায়ী হতে আসিনি। সরকার যে দায়িত্ব দিয়েছে, সেটি সম্মানের সঙ্গে পালন করব। নির্বাচনের পথ তৈরি করাই আমার লক্ষ্য।’
Discussion about this post